Login Register

Notice :

এতদ্বারা ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়্যার সোসাইটি- সিলেট এর সকল সদস্য বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যারা এখনো যারা অনলাইনে ফরম ফিলাপ করেন নাই আগামি 15-11-2024 এর মধ্যে ফিলাপ করার জন্য আহ্ববান করছি। | ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়্যার সোসাইটি- সিলেট এর সাবেক ধর্ম সম্পাদক আলমগির হোসেন এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেনভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়্যার সোসাইটি- সিলেট সভাপতি কার্তিক পাল ও সাধারন সম্পাদক আতাউর রহমান। | আসালামুআলাইকুম ও আদাব সম্মানিত কাস্টমার বৃন্দ আমরা যারা সিলেট বিভাগে ভিডিওগ্রাফার ও ফটোগ্রাফার আছি আমাদের একটি সরকারি নিবন্ধনকৃত সংগঠন আছে যার নাম ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি । ইদানিং কিছু নামদারি ক্যামেরাম্যান ও ফটোগ্রাফার আছে যারা কাস্টমারের কাজ রেখে কাস্টমারের সাথে প্রতারণা শুরু করেছে, প্রোগ্রামের নামে তারা টাকা এডভান্স নিয়ে প্রোগ্রামের সময় হলে ফোন বন্ধ করে কাস্টমারের সাথে প্রতারণা করে এবং অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। আপনি প্রোগ্রাম দেওয়ার আগে সে আমাদের সংগঠনের সদস্য আছে কিনা তার নির্দিষ্ট কোন অফিস আছে কিনা তা যাচাই-বাছাই করে আপনারা আপনার নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ দিবেন। অন্যথায় আপনার কাজে যদি কোন সমস্যা হয় ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি কোন দায়ভার গ্রহণ করিবে না। | আসসালামু আলাইকুম। ভি‌ডিও ক্যামেরাম্যান ও‌য়েল‌ফেয়্যার সোসাইটি-‌সি‌লেট ,০৪,১১,২০২৪ খ্রিঃ সোসাইটির কার্যক‌রী কমি‌টির উপ‌স্থিত সকল সদস্য বৃন্দের মতাম‌তের ভি‌ত্তিতে প্রথম আহমদ আজাদ স্মৃতি ক্রিকেট 🏏 টুর্নামেন্ট ২০২৪ খেলার উদ্দোগ নেওয়া হ‌য়ে‌ছে, উক্ত খেলায় আপনা‌দের সা‌র্বিক সহ‌যো‌গিতা আমা‌দের একান্ত কাম্য। |
Image Image Image Image Image Image Image Image Image

ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট

Learn More

নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথির বক্তব্য

রক্তদান কর্মসূচী- 2023

Learn More

নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথির বক্তব্য

রক্তদান কর্মসূচীর একাংশ

ইফতার মাহফিল

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বনভোজন এর একাংশ

বিজয় দিবস

Image

Build Community

Building community fosters unity, support, collaboration, and growth among individuals.

Image

Train Members

Training members enhances skills, knowledge, productivity, and teamwork within a group.

Image

Help People

We aid individuals by offering support, care, and resources universally.

Image

Find Us Easily

Customers easily access our association for their specific program needs.

Image

Uniting Videographers and photographers for Community Welfare and Growth in Sylhet.

The Video Camera Welfare Society, based in Sylhet, supports videographers and photographers, fostering brotherhood and professional support. Registered as a non-profit, non-political organization, it contributes to community development through vaccination drives, anti-drug campaigns, and education programs, promoting societal welfare and unity in times of crisis.

view details

SOME FACTS

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old.

199

Total Registration

20

Executive Members

198

General Members

82

Pending Members

উপদেষ্টাদের বানী

আসসালামু আলাইকুম আমি জেনে অত্যন্ত আনন্দিত যে, ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট একটি ওয়েব সাইট প্রকাশ করতে যাচ্ছে। এই সংগঠন সব সময় শুভ সুন্দর ও কল্যাণের পক্ষে কাজ করবে বলে আমি মনে করি। একমাত্র সামাজিক অঙ্গীকারও নির্মাণ করতে পারে সৃজনশীল সংস্কৃতি। আমার বিশ্বাস আগামী দিনে ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট প্রতিটি সামা‌জিক কর্মকাণ্ডের মধ্যেই মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির ঐতিহ্য দেখতে পাবো। যুগে যুগে ভি‌ডিও ক্যামেরাম্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট উপকৃত হোক, সমাজের বঞ্চিত অসহায় মানুষ এবং মাদক মুক্ত হোক যুব সমাজ। এই ওয়েব সাইট প্রকাশের মাধ্যমে তাদের ভাব মূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করছি। শাহ্ জাহান খছরু প্রধান উপদেষ্টা ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট
শাহ্ জাহান খছরু
প্রধান উপদেষ্টা
শুভেচ্ছা বাণী আসসালামুআলাইকুম, আদাব। ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি সিলেট তাদের নিজস্ব ওয়েবসাইট খুলতে যাচ্ছে এটি অত্যন্ত খুশির সংবাদ। কারণ যেকোন সংগঠন কিংবা প্রতিষ্টানের ওয়েবসাইট হলো একটি মূল স্তম্ভ। এই ওয়েবসাইট ঐ সংগঠনকে সারা বিশ্বের মধ্যে পরিচিত করে তুলে এবং সংগঠনের গতিকে ত্বরান্বিত করে। এর মাধ্যমে যে কেউ খুব সহজেই সংগঠন সম্পর্কে ধারণা নিতে পারে এবং সংগঠনের সার্বিক বিষয়ে তথ্য উদঘাটন করতে পারে। ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি সিলেট আমার প্রাণের সংগঠন। যে সংগঠন আমাকে দিয়েছে আলাদা পরিচিতি এবং জীবনকে করেছে আলোকিত। ওয়েবসাইটে আত্বপ্রকাশের সাথে সাথে আমাদের এই সোসাইটি নিজস্ব গতিধারাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল। কারণ ডিজিটাল কিংবা স্মার্ট বাংলাদেশের মূল স্তম্ভ হলো অনলাইন মাধ্যম। ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি সিলেট সম্পর্কে এখন সারা বিশ্ব থেকে আমরা সার্বক্ষণিক জানতে পারবো এবং ওয়েবসাইটের মাধ্যমে সোসাইটির সকল কাজের আপডেট পাবো। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তবে ওয়েবসাইটে যেন সার্বক্ষণিক সকল তথ্য আপডেট থাকে এবং সকল সদস্যদের পরিচিতিসহ তাদের কার্য্যক্রমগুলো তুলে ধরা হয় সেই প্রত্যাশা রইলো। সামাজিক এবং মানবিক কাজের মাধ্যমে অতীতের ন্যায় ভবিষ্যতেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। পুরো সিলেটে যেন আলোর য্যুতি ছড়ায় ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি। সেই দোয়া রইলো সংষিøষ্ট সকলের প্রতি। কামাল আহমদ উপদেষ্টা, আজীবন সদস্য ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি, সিলেট।
কামাল আহমদ
উপদেষ্টা, আজীবন সদস্য
আসসালামু আলাইকুম আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট এর একটি ওয়েব সাইট প্রকাশ করতে যাচ্ছে। এই সংগঠন একটি পেশাজীবি সংগঠন হয়ে ও সব সময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় গত করোনাকালিন সময়ে জীবন বাজি রেখে অসহায় মানুষের পক্ষে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এই সংগঠনের সদস্যরা। আগামীতে ও এই ধরনের মহতি কাজ অব্যাহত রাখবে বলে আমার দৃড় বিশ্বাস। অাশা করি আগামী দিনে ও ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট এর প্রতিটি সামা‌জিক কর্মকাণ্ডের মধ্যেই মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির ঐতিহ্য দেখতে পাবো। যুগে যুগে ভি‌ডিও ক্যামেরাম্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট এর সহযোগিতা উপকৃত হোক, সমাজের বঞ্চিত অসহায় মানুষ এবং মাদক মুক্ত হোক যুব সমাজ। অাশা করছি এই ওয়েব সাইট প্রকাশের মাধ্যমে সংগঠনের কার্যক্রম ও ভাব মূর্তি আরও উজ্জ্বল হবে। শুভেচ্ছেন্তে রোটারিয়ান এম ইকবাল হোসেন সভাপতি নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর ও উপদেষ্টা ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট
এম ইকবাল হোসেন
উপদেষ্টা
আসসালামুয়ালাইকুম। আদাব। যোগের সাথে তাল মিলিয়ে ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি একটি ওয়েব সাইট প্রকাশ করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত, আলহামদুলিল্লাহ। এ জন্য সকল সদস্য,কার্যকারী পরিষদ ও উদ্যোক্তাদের আন্তরিক সাধুবাদ জানাই। ঐতিহ্যের ধারক বাহক সকল পর্যায়ের ক্যামেরাম্যান শুভাকাঙ্ক্ষী একই সাংগঠনিক ছত্রছায়ায় একত্র করে পার-পরিক সহযোগিতা, সহমর্মিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের কল্যাণ এবং সংগঠনের আর্থ-সামাজিক উন্নয়নের প্রয়াস সফলায়িত হবে এমনটি আমার একান্ত কামনা। এ সংগঠন বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতির ধারক,বাহক ও বিকাশক হিসেবে বলবান ভূমিকা পালন করবে এ প্রত্যাশা করি। উপযুক্ত প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে ক্যামেরাম্যানদের উন্নতর ও নিরাপদ পেশায় উত্তরণে ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আমিও আমার ক্ষুদ্র সামর্থ প্রসারিত করব বলে আশা করি। মোঃ রহমত আলী। উপদেষ্টা, ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি।
মোঃ রহমত আলী।
উপদেষ্টা
নমস্কার / আদাব, সিলেট ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির একটি ওয়েব সাইট প্রকাশ করতে যাচ্ছে শুনে আমি খুব খুশি হয়েছি কারন এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত। ক্যামেরাম্যানরা ক্যামেরার পিছনে থেকে সভার সুন্দর মুহূর্ত গুলো ধরে রাখে কিন্তু এর পিছনে যে কত শ্রম,মেধা,দিতে হয় তা অনকেই জানে না।এই ওয়েব সাইটের মাধ্যমে আমরা তাদের সুখ দুঃখের গল্প জানতে পারব। এই সংগঠনটি যে শুধু একটি পেশাজীবি সংগঠন নয় তার প্রমান তারা ইতিপূর্বে দেখিয়েছেন সিলেটের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণের মাধ্যমে। পরিশেষে আমি এই সংগঠনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। শুভেচ্ছান্তে
বিশ্বজিৎ দাশ
উপদেষ্টা

কার্যনিবাহীদের বানী

জনাব/জনাবা, আসসালামুআলাইকুম। আদাব, দু‌টি পাতা এক‌টি কু‌ড়ি হযরত শাহজালা‌লের (রঃ) সৃ‌তি বিজ‌ড়িত সিলেট জেলার অন্যতম সমাজসেবা সংগঠন ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট জেলার বহুমুখী প্রকল্প বাস্তবায়নে আলোকিত বর্তিকা স্বরুপ। সফল ও জ্ঞানী-গুনী ব্যাক্তিত্বের জীবনের ভীত রচনায় অত্র সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এমনই একটি ঐতিহ্যবাহি সংঘঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি অত্র সংগঠনে সাধারন সম্পাদক পদে নিযুক্ত হওয়ার পর পূর্ণ কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনাদের একাত্ততা ও সহযোগীতা কামনা করছি। এতদসত্বে সুদক্ষ পরিচলনা পর্ষদ ও সভাপতি কর্তৃক পরিচালিত অত্র সংঘঠনের যে কোন কার্যক্রমে আপনাদের পরামর্শ গ্রহনের প্রতিশ্রুতি ব্যাক্ত করছি। ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট একটি সেবামূলক প্রতিষ্ঠান। ভাঙ্গা খুব সহজ কিন্তু গড়া ও তা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন কাজ। ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট ঐক্যের পথে হাটুক - এটাই আমার প্রাণের আকুতি।পরিশেষে বলতে চাই, সঠিক পথে পরিচালিত করে দায়িত্ববোধ সম্পন্ন, আদর্শবান ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলা দৃঢ় শপথ হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ আমাদের সহায় হউক।
আতাউর রাহমান
সাধারন সম্পাদক , ভি‌ডিও ক‌্যা‌মেরাম‌্যান ও‌য়েল‌ফেয়ার সোসাইটি-‌সি‌লেট
শুভেচ্ছা বাণী আপনারা যেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি একটি ওয়েব সাইট প্রকাশ করেছে। এই সংগঠন বিগত দিনের মতো আগামীতেও আরো সুন্দর ও কল্যাণের পক্ষে কাজ করবে বলে আমি মনে করি।একমাত্র সামাজিক সংগঠন নির্মাণ করতে পারে সৃজনশীল সংস্কৃতি। প্রতিটি সামাজিক সংগঠনের মৌলিক বিষয় একই। সামাজিক সংগঠন সবার মতকে শ্রদ্ধ করা, সদস্য হিসেবে নিজ দায়িত্ব পালন করা, নিজেকে বিকশিত করা, একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হওয়া ও সহনশীল হওয়া শেখায়। তাছাড়া সুনির্দিষ্ট কিছু মূল্যবোধের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতেও শিক্ষাদেয় সামাজিক সংগঠন। পরিশেষে বলতে চাই আমার জীবনের শ্রেষ্ট উপহার এই ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি সিলেট।আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এই সংগঠনের পাশে থেকে কাজ করে যাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন। সকলের মঙ্গল কামনা করছি। কার্তিক পাল সভাপতি ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি সিলেট।
কার্তিক পাল
সভাপতি
শামীম আহমদ সাংগঠনিক সম্পাদকের শুভেচ্ছা বাণী আমাদের হৃদয়ের স্পন্দন, প্রিয় সংগঠন ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যদের জন্য একটি ওয়েব সাইড চালু করাতে আমি আনন্দিত। এই পোর্টালের মাধ্যমে সংস্থার কর্মকান্ড সংক্রান্ত সকল খবর-চিঠিপত্র, তথ্যাদি জানা যাবে। এই পোর্টালে সকল সহকর্মীর প্রোফাইল রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেখানে সকল সদস্যদের যাবতীয় তথ্যাদি আজিবন সন্নিবেশিত হবে। এই পোর্টালকে আরো সমৃদ্ধ করতে সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ আশা করছি। আমার দৃঢ় বিশ্বাস এই পোর্টালের মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ, বিশ্বাস এবং পারস্পারিক আস্থা বাড়াবে, একই সাথে আধুনিক সংগঠন গড়ার লক্ষ্যে আমরা একধাপ এগিয়ে যাবো। পরিশেষে ওয়েব সাইট চালুর জন্য সংস্থার সভাপতি, জনাব কার্তিক পাল , সাধারণ সম্পাদক,জনাব আতাউর রহমান ও উপদেষ্টা পরিষদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। কার্যকারী পরিষদ ও সদস্য পরিষদের সকলকে অভিনন্দন।। শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি, সিলেট।
শামীম আহমদ
সাংগঠনিক সম্পাদক

this is a video title

thjr. dfh jkf jf kjf ajfkljf kajf ajfa lfkja kfj akdjf akfj akljf klajfklaj fklj akflj aklfj lkd

Register